বিনোদন

টুটুল-তানিয়ার বিবাহবার্ষিকী আজ

জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের ১৭তম বিবাহবার্ষিতী আজ। ১৯৯৯ সালের ১৯ জুলাই ভালোবেসে বিয়ে করেন তারা। আজ থেকে ১৮ বছর আগে এক সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সমুদ্র পাড়ে হাঁটতে হাঁটতে তানিয়াকে ভালোবাসার কথা বলেছিলেন টুটুল। সেই সূত্রেই প্রেম ও বিয়ে। তারা এখন দুই পুত্রের জনক-জননী।দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো বছর। সুখে-দুঃখে পাশাপাশি থাকার যে মানসে এক হয়েছিলেন তারা, তা আজ পূর্ণ ভালোবাসায়। টুটুল মনে করেন, সম্পর্কের প্রতি শ্রদ্ধা আর সংসারের প্রতি দায়িত্ববোধই এতদূর আসার মূল মন্ত্র।তানিয়াও সমর্থন করেন টুটুলকে। বলেন, ‘ভালোবাসা সংসারে সুখ আনতে অপরিহার্য। এর সঙ্গে দায়িত্ব-কর্তব্যের প্রতি মনোযোগ, পরস্পরের প্রতি নমনীয়তা ও সংসারকে আগলে রাখার মানসিকতাও প্রয়োজন।’১৭তম বিবাহবার্ষিকীতে তানিয়ার জন্য লাল গোলাপে টুটুল লিখেছেন, ‘ভালোবাসি’। এসআই টুটুল বলেন, ‘কাল মধ্যরাতে অনেক কষ্টে জোগার করেছি লাল গোলাপ। সেই গোলাপগুলো দিয়ে লিখেছি, ‘ভালোবাসি’। তারপর সেটি তানিয়ার হাতে তুলে দিতেই তার চোখে ভালোবাসার উপলব্ধি দেখতে পেয়েছি। এই তো আমার সুখ, এতোটুকুতেই আমি খুশি। তানিয়া খুব অল্পতেই খুশি হয়। ওকে জীবনসঙ্গী করে পাওয়াটা আমার জীবনের সেরা অর্জন।’সবার শুভ কামনা প্রত্যাশা করে টুটুল বলেন, ‘সবাই দোয়া করবেন যেন সারাজীবন ভালোবাসায় কেটে যায়।’সেই সঙ্গে বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যার আমার জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়। তানিয়াকেও তিনি স্নেহ করতেন। দুর্ভাগ্যক্রমে আমার বিবাহবার্ষিকীটাই হয়ে গেল স্যারের প্রয়াণ দিবস। সবাই স্যারের সুন্দর আত্মার জন্য দোয়া করবেন।’এলএ/এবিএস/এমএফ

Advertisement