আন্তর্জাতিক

আরো তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া নতুন করে আরো তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার তরফ থেকে এ ধরনের অভিযোগ করা হয়েছে। হুয়াজু এলাকা থেকে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ৫শ থেকে ৬ কিলোমিটার দূরে উৎক্ষেপণ করা হয়েছে। প্রথম দুটি ক্ষেপণাস্ত্র ছিল স্বল্প মাত্রার। তবে তৃতীয় ক্ষেপণাস্ত্রটি মাঝারি মাত্রার ছিল। জাতিসংঘের নিষেধাজ্ঞা স্বত্তেও বার বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। নতুন করে আবারো উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উদ্বেগ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রধানমন্ত্রী হোয়াং কিয়ো আন বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে।টিটিএন/এমএস

Advertisement