আন্তর্জাতিক

জার্মানিতে ট্রেনে হামলাকারীর কাছে আইএসের পতাকা

জার্মানির বাভারিয়া প্রদেশের উরজবার্গ শহরের কাছে একটি ট্রেনে কুঠার ও ছুরি নিয়ে হামলা চালিয়েছেন এক আফগান শরণার্থী। ওই হামলায় কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। হামলার পরপরই পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী। ওই হামলাকারী শরণার্থীর বাড়িতে তল্লাশি চালিয়ে আইএসের একটি পতাকা উদ্ধার করেছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, ওই পতাকাটি হাতে আঁকা। জার্মানির দক্ষিণাঞ্চলের একটি ট্রেনে সোমবার ওই হামলা চালানো হয়। হামলার পরপরই ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ফ্রান্সের নিস শহরের হামলার একদিন পরেই এই হামলা চালানো হলো। নিস শহরে হামলার দায় স্বীকার করেছে আইএস। টিটিএন/এমএস

Advertisement