প্রাচীন কাল থেকেই বাংলা সাহিত্য উৎকর্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। নানাবিধ পরিবর্তনের মধ্যদিয়ে বর্তমান ধারায় এসেছে পৌঁছেছে। বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বাংলা প্রহসন। পরিবর্তনের সেই বিষয় নিয়েই আজকের আয়োজন।১. প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন কোনটি?উত্তর : একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।২. প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম প্রহসন রচনা করেন কে?উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।৩. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম প্রহসনের প্রকাশকাল কবে?উত্তর : ১৮৫৯ সাল।৪. প্রশ্ন: বুড়ো শালিকের ঘাড়ে রোঁ কবে প্রকাশ হয়? উত্তর : ১৮৬০ সালে।৫. একেই কি বলে সভ্যতা কাদের জীবন নিয়ে রচিত?উত্তর : ইয়ং বেঙ্গলদের উচ্ছৃঙ্খল জীবন নিয়ে।৬. প্রশ্ন : অমৃতলাল বসুর প্রহসন কয়টি?উত্তর : ১৪টি।৭. প্রশ্ন : অমৃতলাল বসুর প্রহসনগুলোর নাম কী?উত্তর : বিবাহ বিভ্রাট, সম্মতি সঙ্কট, কালা পানি, বাবু, একাকার, বৌমা, গ্রাম্য বিভ্রাট, বাহবা বাতিক, খাস দখল, চোরের উপর বাটপাড়ি, ডিসমিস, চাটুয্যে ও বাড়ুয্যে, তাজ্জব ব্যাপার, কৃপণের ধন।৮. প্রশ্ন : গিরিশ চন্দ্র ঘোষের প্রহসন কয়টি?উত্তর : ৪টি।৯. প্রশ্ন : গিরিশ চন্দ্র ঘোষের প্রহসনগুলোর নাম কী?উত্তর : সপ্তমীতে বিসর্জন, বেল্লিক বাজার, বড়দিনের বকশিস, সভ্যতার পাণ্ডা।১০. প্রশ্ন : জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রহসন কোনটি?উত্তর : কিঞ্চিৎ জলযোগ।১১. প্রশ্ন : জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রহসনগুলোর নাম কী?উত্তর : কিঞ্চিৎ জলযোগ, এমন কর্ম আর করব না, হঠাৎ নবাব, হিতে বিপরীত, দায়ে পড়ে দারগ্রহ।১২. প্রশ্ন : রামনারায়ণ তর্করত্নের প্রহসনগুলোর নাম কী?উত্তর : যেমন কর্ম তেমন ফল, উভয় সঙ্কট, চক্ষুদান।১৩. প্রশ্ন : রামনারায়ণ তর্করত্নের আলোচিত প্রহসন কোনটি?উত্তর : যেমন কর্ম তেমন ফল।১৪. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের প্রথম প্রহসনের প্রকাশকাল কবে?উত্তর : ১৮৭৫ সাল।১৫. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের প্রহসনগুলোর নাম কী?উত্তর : এর উপায় কি, ভাই, ভাই এই তো চাই, ফাঁস কাগজ, একি।১৬. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের প্রথম প্রহসন কোনটি?উত্তর : এর উপায় কি।১৭. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের প্রহসনগুলোর নাম কী?উত্তর : বৈকুণ্ঠের খাতা, ব্যঙ্গ কৌতুক, হাস্য কৌতুক, চিরকুমার সভা, শেষ রক্ষা।১৮. প্রশ্ন : দীনবন্ধু মিত্রের প্রহসন তিনটির নাম কী?উত্তর : সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক।১৯. প্রশ্ন : দীনবন্ধু মিত্রের আলোচিত প্রহসন কোনটি?উত্তর : বিয়ে পাগলা বুড়ো।২০. প্রশ্ন : দ্বিজেন্দ্রলাল রায়ের প্রহসনগুলো কী কী?উত্তর : কল্কি অবতার, বিরহ, এ্যহস্পর্শ, প্রায়শ্চিত্ত।এসইউ/এমএস
Advertisement