খেলাধুলা

রোনালদিনহোর বিশ্বসেরা মেসি

জাতীয় দলের হয়ে চারটি বড় আসরের ফাইনাল খেললেও শিরোপার স্বাদ পাননি মেসি। নিজে দারুণ ফর্ম থাকা সত্বেও সমালোচকদের বাণে আর বিদ্ধ হতে চান না বলেই ২৯ বছরেই জাতীয় দলকে গুডবাই বলে দিয়েছেন। তবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেও মেসিকে এখনও বিশ্বসেরা বলে দাবী করছেন ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট রোনালদিনহো।ভারতের প্রিমিয়ার ফুটসাল লিগে খেলতে আসা রোনালদিনহো বলেন, `এখনো তিনি বিশ্বসেরা ফুটবলার। আদৌ তার প্রতি আমার শ্রদ্ধা এতটুকু কমেনি। আর সত্যি যদি তিনি আন্তর্জাতিক ফুটবলে আর না ফেরেন তবে ফুটবল তার উপস্থিতি মিস করবে এবং ভক্তরাও।` কিংবদন্তি এই মিডফিল্ডার আরও বলেন, উদীয়মান মেসির সঙ্গে তার সম্পর্কটা বেশ মধুর ছিল। মেসি যখন দলে এসেছিল, তার বয়স ছিল খুবই কম, সম্ভাবনা ছিল অনেক বেশি। তার সঙ্গে খেলাটা দারুণ উপভোগ্য ছিল আমার কাছে। শুধু মাঠ নয়, মাঠের বাইরেও তার সঙ্গ উপভোগ করেছি আমি।`একটা সময় বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়েছেন ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনালদিনহো। তিনি যখন ফর্মের তুঙ্গে, ঠিক তখনই মেসির আবির্ভাব। আর্জেন্টাইন জাদুকরকে সঠিক পথ দেখিয়ে নিয়ে গেছেন এই রোনি। পরে তার দেখানো পথেই বার্সার ইতিহাস সেরা খেলোয়াড় হয়েছেন মেসি। এমআর/পিআর

Advertisement