জাতীয়

কূটনৈতিক প্রচেষ্টায় ১৬০ দেশে বাংলাদেশি কর্মী যাচ্ছে

বর্তমান সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে বাংলাদেশি কর্মী গমনকারী মোট দেশের সংখ্যা ১৬০টিতে উন্নীত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, বিদেশে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার নতুন শ্রম বাজার সৃষ্টি, গবেষণার মাধ্যমে নতুন শ্রমবাজার অনুসন্ধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, বিগত জোট সরকারের দুর্বল নীতির কারণে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হয়ে পড়েছিল। বর্তমান সরকারের সফল কূটনৈতিক প্রচেষ্টায় মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তিসহ বিভিন্ন চুক্তি সম্পাদন করা হচ্ছে। ফলে প্রতি বছর বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিগত জোট সরকারের আমলে বিশ্বের মাত্র ৯৬টি দেশে কর্মী প্রেরণ করা হতো। বর্তমান সরকারের আমলে নতুন আরো ৬৪টি দেশে কর্মী প্রেরণ করায় বর্তমানে এ সংখ্যা বেড়ে ১৬০টিতে উন্নীত হয়েছে। এনামুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের এক ধরনের অজ্ঞতা এবং কিছু অসাধু বিক্রুটিং এজেন্সি ও বিভিন্ন মধ্যস্বত্বভোগী তথা দালালদের দৌরাত্ম্যের কারণে কোনো কোনো ক্ষেত্রে বিদেশগামী কর্মীরা প্রতারণার শিকার হয়ে থাকেন। অসাধু বিক্রুটিং এজেন্সি এবং মধ্যস্বত্বভোগীদের কার্যক্রম নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য মহান জাতীয় সংসদে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ পাস হয়েছে।বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নিরাপদ অভিবাসন ব্যবস্থা প্রবর্তন, সকল অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার জন্য সরকার বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ প্রণয়ন করেছে। এ আইনের আওতায় স্বল্পব্যয়ে বৈধ উপায়ে নিরাপদ অভিবাসনের ব্যবস্থা প্রচলিত রয়েছে। মন্ত্রী জানান, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৯১টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয় এবং অভিযোগকারীদের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির মালিকদের থেকে ক্ষতিপূরণ বাবদ ১৮ কোটি ২১ লাখ ৭ হাজার ৯০০ টাকা ক্ষতিগ্রস্তদের প্রদান করা হয়েছে। সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বিএসসি বলেন, ইতালি, ইউকে, রোমানিয়া, সাইপ্রাস, বেলারুস, আজারবাইজানসহ ইউরোপের ৪২টি দেশে ৭১ হাজার ৪৯৬ জন বাংলাদেশি শ্রমিক কাজ করছে। এর মধ্যে ইতালিতে সর্বোচ্চ ৫৫ হাজার ২৪৭ জন শ্রমিক রয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম উম্মে রাজিয়া কাজলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউকে, ইতালি, হংকং, পাকিস্তান, সাইপ্রাস, ব্রুনাই, মরিশাসসহ বিশ্বের ৬৮টি দেশে বিভিন্ন পেশায় বাংলাদেশ থেকে ৫ লাখ ৬ হাজার ৫০৬ জন নারী কর্মী গমন করছে। এইচএস/এসকেডি/পিআর/এমএফ

Advertisement