জাতীয়

শিক্ষামন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অ্যাম্বাসেডর পেরে মায়াদুনের নেতৃত্বে ইইউ এর ৩ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে তার মন্ত্রণালয়ের অফিসকক্ষে সাক্ষাত করেছেন।সাক্ষাতকালে ইইউ প্রতিনিধিরা বাংলাদেশে শিক্ষাখাতে বিশেষ করে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে ইইউর সহযোগিতা জোরদার করার বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।শিক্ষামন্ত্রী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্য তুলে ধরেন। তিনি শিক্ষাসহ বিভিন্ন  খাতের উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা প্রদানের জন্য ইইউকে ধন্যবাদ জানান।ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়নে ইইউ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।ইইউ প্রতিনিধিদলে ইই্উর ইউনিট প্রধান মারিও রনকনি এবং হিউম্যান অ্যান্ড স্যোসাল ডেভলপমেন্ট এর টিম লিডার জারগেন হিমেন উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস ও চৌধুরী মুফাদ আহমেদ এসময় উপস্থিত ছিলেন। এইচএস/এসকেডি/পিআর

Advertisement