খেলাধুলা

প্রিমিয়ার ফুটবল লিগ : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মেয়রের বৈঠক

চট্টগ্রামে জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ-২০১৬ নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। সোমবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, র‌্যাব-৭ এর এএসপি মোহাম্মদ জালাল উদ্দীনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন।বৈঠকে সিএমএপি কমিশনার ইকবাল বাহার বলেন, বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে। খেলার মাঠ, খেলোয়াড়দের থাকার এলাকা, চলাচলের পথ, অনুশীলনসহ সব ক্ষেত্রে নিরাপত্তা বিধান করা হবে।আগামী ২৪ জুলাই রোববার থেকে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ-২০১৬। ১২ দলের অংশগ্রহণে এম এ আজিজ স্টেডিয়ামে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও ফুটবলপ্রিয় দর্শকদের উৎসাহ দিতে আগামী ২০ জুলাই বুধবার প্রিমিয়ার লিগ উপলক্ষে এম এ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় কনসার্ট অনুষ্ঠিত হবে।আইএইচএস/এবিএস/এমএফ

Advertisement