দেশজুড়ে

তিনদিনের রিমান্ডে আসলাম চৌধুরী

নাশকতার মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশিদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।এর আগে ২০১৪ সালে কোতোয়ালি থানায় দায়ের করা নাশকতার মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন আসলাম চৌধুরী।রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, ২০১৪ সালে জামায়াতের হরতাল চলাকালে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের সামনে পিকেটাররা ককটেল বিস্ফোরণ ঘটালে এক রিকশাচালক আহত হন। এ ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে।মামলায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে জামায়াতকে অর্থসহায়তা দেয়ার অভিযোগ আনা হয়েছে।জীবন মুছা/আরএস/এবিএস

Advertisement