খেলাধুলা

রুবেলের জামিন না হলে নতুন মুখ (ভিডিও)

হ্যাপির দায়ের করা মামলায় রুবেল জামিন না পেলে তার পরিবর্তে বিশ্বকাপ দলে অন্য কাউকে নেয়া হবে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন।তিনি আরও জানান, যেহেতু বিষয়টা আদালতের, তাই এখানে আমাদের (বিসিবির) করার কিছুই নেই। কারও ব্যক্তিগত স্পর্শকাতর বিষয়ে বিসিবির কী করার আছে? আমরা বিষয়টা এইমাত্র শুনলাম। তার বিষয়ে বিসিবিতে আলোচনা হবে। তারপর একটা সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানান, রুবেলের বিষয়ে বিসিবি সিদ্ধান্ত নেবে। বিসিবি সিদ্ধান্ত নিলেই আমরা বিকল্প চিন্তা করবো। আসলে এ বিষয়ে নির্বাচকদের তো কিছুই করার নেই। বিষয়টা বিসিবির।এদিকে জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন বৃহস্পতিবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত।গত ১৩ ডিসেম্বর ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে মডেল ও অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এরপর ১৫ ডিসেম্বর হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন রুবেল। আসন্ন ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশ দলের ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন রুবেল হোসেন।

Advertisement