জাতীয়

পাট গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়া অনুমোদন

তথ্যপ্রযুক্তির (আইসিটি) ব্যবহার করে পাট খাতে উৎপাদন বৃদ্ধি করতে ‘বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, পাট গবেষণা ইনস্টিটিউট ১৯৭৪ সালে অধ্যাদেশ জারির পর ১৯৯৬ ও ২০০২ সালে দুই দফা তা সংশোধন করা হয়। উচ্চ আদালত সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করায় সামরিক আমলের জারি করা অধ্যাদেশগুলোও বাতিল হয়ে যায়।ওই আইনগুলোর কার্যকারিতা রক্ষা করতে পরে নতুন আইন করার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার, যার অংশ হিসেবে পাট গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়া মন্ত্রিসভায় আসে।এমইউএইচ/এআরএস/এমএস

Advertisement