জাতীয়

মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা তাদের ধ্বংস করে দেওয়া হবে:তথ্যমন্ত্রী

জঙ্গিবাদকে ধ্বংস করতে চাই, জঙ্গিবাদের রেহায় নাই-যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের ধ্বংস করে দেওয়া হবে, আমরা জাসদ নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা সন্ত্রাস এবং জঙ্গিবাদকে নিয়ে রাজনীতি করতে চায়, তাদের সেই সুযোগ কোনদিনও দেওয়া হবেনা এবং মহাজোটে দুর্নীতি ও দলবাজি চলবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু।বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা জাসদের সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।তিনি আরো বলেন, জামায়াতকে সাথে নিয়ে জঙ্গিবাদকে সাথে নিয়ে কোন সরকারকে হঠানো যাবেনা।ঝিনাইদহ জেলা জাসদের সভাপতি জাহিদুল ইসলাম টিপু সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনটি পরিচালনা করেন জাসদ নেতা মনিরুজ্জামান মানিক।সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ারদার, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জাসদের কেন্দ্রীয় সাধরণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার এমপি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, আলহাজ মনোয়ার হোসেন, ওবাইদুর রহমান চুন্নু, রোকনুজ্জামান রোকন, ফজলুর রহমান খুররম, শামিম আক্তার বাবু, শফিউদ্দীন মোল্লা ও অরুণ ঘোষ প্রমুখ।জাসদের সম্মেলনের প্রথম অধিবেশন শেষ করে মন্ত্রী, পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টর শ্বশুর মরহুম মুক্তিযোদ্ধা বশির আহম্মেদ সড়কের নাম ফলক উম্মোচন করেন এবং মরহুম মুক্তিযোদ্ধা বশির আহম্মেদের কবর জিয়ারত করেন।

Advertisement