কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেই বন্দিবিনিময় করবে ভারত ও বাংলাদেশ। এ সংক্রান্ত আইন সংশোধন করে বন্দিবিনিময় চুক্তির সংশোধনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এর আগে বন্দিবিনিময়ের ক্ষেত্রে শুধু ওয়ারেন্টের পাশাপাশি আরো প্রমাণাদি প্রয়োজন ছিল। এখন এ বিধান শীতিল করে শুধু ওয়ারেন্ট থাকলেই হবে। এ প্রস্তাবটি প্রথম ভারত সরকার থেকে এসেছিল বলেও জানান তিনি।এমইউএইচ/এআরএস/আরআইপি
Advertisement