দেশজুড়ে

বরিশাল ডিসি অফিসে অগ্নিকাণ্ড : নাশকতা বলে সন্দেহ

বরিশাল জেলা প্রশাসক কার্যালয় ভবনে অবস্থিত বাংলাদেশ ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একটি কক্ষে অগ্নিকাণ্ডে অন্তত ২ হাজার ডিজিটাল নম্বর প্লেট পুড়ে গেছে।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বরিশাল জেলা প্রশাসক মো. শহীদুল আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নাশকতা ছিল কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।বিআরটিএ’র সহকারী পরিচালক মো. শাহ আলম জানান, ওই কক্ষটি বিআরটিএ’র লাইসেন্স মওজুদ রাখা হতো। ২ হাজার ডিজিটাল নম্বর প্লেট পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে লাইসেন্সের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) সোয়েব আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। নাশকতার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

Advertisement