জাতীয়

একাত্তরের পরাজিত শক্তি দেশের উন্নয়নের অন্তরায় : আইনমন্ত্রী

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর তিতুমীর কলেজের শহীদ আক্কাছুর রহমান আখি হোস্টেলের আবাসিক ছাত্রদের মাঝে খাট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।অনুষ্ঠানে মন্ত্রী বলেন, যারা এ দেশের অস্তিত্বেই বিশ্বাস করে না তাদের সাথে কোন আপস নেই। এ সময় মন্ত্রী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লড়াইয়ে মেধা ও সুশিক্ষার মাধ্যমে অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব কিছুর উর্ধ্বে। তাঁকে কটুক্তি করার অর্থ দেশ ও জাতিকে অবমাননা করা। তিনি বঙ্গবন্ধুর কটুক্তিকারীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য ছাত্রলীগের প্রশংসা করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ এবং তিতুমীর কলেজের নবযোগদানকৃত অধ্যক্ষ আবু হায়দার আহমেদ নাসের বক্তৃতা করেন।স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহর উদ্যোগে কলেজের আবাসিক ছাত্রদের জন্য স্টীলের ৫০টি ডবল খাট প্রদান করা হয়।

Advertisement