খেলাধুলা

‘মেসির কল্যাণেই বেড়ে উঠছেন নেইমার’

ব্রাজিলিয়ান লিজেন্ড রোনালদিনহো। বার্সেলোনাকে একটা প্রতিযোগিতার জায়গায় নিয়ে এসেছিলেন তিনি। তার আমলেই বার্সার সিনিয়র দলে হাতেখড়ি পড়েছিল লিওনেল মেসির। এমনকি মেসি একবার স্বীকারও করেছিলেন, রোনালদিনহোর সহযোগিতার ফলেই বার্সার ড্রেসিংরুমে নিজেকে মানিয়ে নিতে পেরেছিলেন তিনি।এবার সেই রোনালদিনহোই জানিয়ে দিলেন, ‘মেসির প্রত্যক্ষ সহযোগিতার ফলেই ধীরে ধীরে বার্সায় গড়ে উঠছেন নেইমার।’ গোল ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘আমার বিশ্বাস, শুরুতে মেসির প্রতি আমি যে রকম মনযোগি এবং আত্মত্যাগ করেছিলাম, ঠিক একইভাবে নেইমারের প্রতিও মেসি করে যাচ্ছে।’ ২০১৩ সালে ২১ বছর বয়সী নেইমার যোগ দেন বার্সেলোনায়। এখন তার বয়স ২৪ বছর। গত তিন বছরে অনেক কিছুই জিতেছেন নেইমার। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, ক্লাব বিশ্বকাপ এবং কোপা ডেল রে শিরোপা।রোনালদিনহো মনে করেন, একজন ফুটবলারকে গড়ে ওঠার পেছনে কোন না কোন সিনিয়র ফুটবলারের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন হয়। তিনি বলেন, ‘আমার বিশ্বাস জুনিয়রদের প্রতি সিনিয়র হিসেবে সেই দায়িত্বটা পালন করছেন মেসি। এ কারণেই বার্সেলোনায় এত সহজে নেইমার নিজেকে মানিয়ে নিতে পেরেছে এবং ভালো খেলতে পারছে।’ পরক্ষণেই নেইমারের প্রশংসা করলেন রোনি। তিনি বলেন, ‘নেইমারও কম যায় না। সেও প্রতিভাধর। সবচেয়ে বড়কথা খুবই বন্ধুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সে।’ রোনালদিনহো এখনও মনে করেন, চারটি ফাইনাল হার সত্ত্বেও বিশ্বের সেরা ফুটবলার এখনও মেসি। তিনি বলেন, ‘আমার কাছে তিনি আগের মতই আছেন। কোন কিছুই পরিবর্তন হয়নি তার। এখনও তিনি বিশ্বসেরা। সত্যি সত্যি যদি তিনি আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই জানান, তাহলে তা হবে ফুটবলের জন্যই খারাপ।’আইএইচএস/পিআর

Advertisement