আন্তর্জাতিক

কেঁপে উঠলো ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তানের সীমান্ত এলাকায় মধ্যম মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার সন্ধ্যার দিকে আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তানের জাতীয় দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন বলছে, লাহোরের নানকানা সাহিব, কসুর ও শেইখপুরাসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার ওই কম্পনের উৎপত্তিস্থল ১০ কিলোমিটার ভূ-অভ্যন্তরে ছিল বলে পাকিস্তানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে। কম্পনে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। একই সময়ে ভারতেও কম্পন অনুভূত হয়েছে বলে দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। ৪ দশমিক ৬ মাত্রার কম্পনে অমৃতসর, পাঞ্জাব ও জালানধর কেঁপে উঠেছে। এর আগে গত এপ্রিলে দক্ষিণ এশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে অন্তত পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হয় আরো অনেকে।এসআইএস/পিআর

Advertisement