জাগো জবস

বিডিজি-মাগুরা গ্রুপের ৪ পদে চাকরি

বিডিজি-মাগুরা গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের ৪টি পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বিডিজি-মাগুরা গ্রুপবিভাগের নাম: বিক্রয় ও বিপণন বিভাগপদের নাম: মহাব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এম.কম/স্নাতকোত্তরঅভিজ্ঞতা: ১৫ বছর।পদের নাম: উপ-মহাব্যবস্থাপকশিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এম.কম/স্নাতকোত্তরঅভিজ্ঞতা: ১২ বছর।পদের নাম: সহ-মহাব্যবস্থাপকশিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এম.কম/স্নাতকোত্তরঅভিজ্ঞতা: ১০ বছর।পদের নাম: ব্যবস্থাপকশিক্ষাগত যোগ্যতা: এমবিএ/স্নাতকোত্তরঅভিজ্ঞতা: ০৮ বছর।আবেদনের ঠিকানা: মানব সম্পদ বিভাগ, বিডিজি-মাগুরা গ্রুপ, প্লট নং-৩১৪/এ, ব্লক-ই, রোড-১৮, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। অথবা hrm@bdg.com.bd ঠিকানায় ই-মেইল করতে হবে।আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০১৬সূত্র: প্রথম আলো, ১৭ জুলাই ২০১৬এসইউ/পিআর

Advertisement