দৃষ্টি আকর্ষণের জন্য রূপের কোনো বিকল্প নেই। অপর দিকে এই আকর্ষণের স্থায়িত্ব দীর্ঘ করবে আপনার সুন্দর ব্যবহার। ব্যক্তিত্ব কাউকে অন্যদের কাছে উপস্থাপন করে আলাদাভাবে। একজন ব্যক্তিত্ববান মানুষ যেমন সকলের পছন্দনীয় তেমনি অনুকরণীয়। প্রায় সবাই নিজেকে ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তোলার ইচ্ছা পোষণ করে। ছাত্রজীবন থেকেই নিজেকে ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তোলা উচিত। জেনে নিন কিছু পরামর্শ যা আপনাকে পরিণত ব্যক্তিত্বের অধিকারী হতে সাহায্য করবে- পরিচিত হওয়ার সময় বিনয়ী হোননতুন কারো সঙ্গে পরিচিত হওয়ার ক্ষেত্রে বিনয়ী ভাব প্রকাশ করুন এবং হাসিমুখে থাকুন। কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে বলুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, তার নাম মনে রাখার চেষ্টা করুন। অপরকে সাহায্য করুনছোটখাটো কিছু ভদ্রতা এবং সাহায্য অন্যের দৃষ্টিতে আপনাকে অনেক উঁচুতে তুলে দিতে পারে। কারো জন্য দরজা খুলে দেয়া, হাত থেকে ভারী বস্তু নিয়ে নিজে বহন করা ইত্যাদি উপায়ে মানুষকে সাহায্য করুন। এতে সবার মনে আপনার মনে ইতিবাচক ধারণা তৈরি হবে। অপরকে সম্মান দিনছোট বড় বা পদ পার্থক্য যাই থাকুক না কেন, অপরকে সম্মান দিয়ে কথা বলুন। ঝারি দিয়ে কাজ আদায় করার চেয়ে, একটু সুন্দর ও সম্মান দিয়ে কথা বলে সহজেই হাসিল করুন কাজ। অন্যকে সম্মান দিলে, নিজেও সম্মানিত হবেন। সমালোচনা করবেন নাকারো অনুপস্থিতিতে তার সম্পর্কে সমালোচনা করার মানসিকতা পরিত্যাগ করুন। যার সমালোচনা করছেন তার কাছে তো বটেই, যাদের কাছে গিয়ে সমালোচনা করছেন তাদের চোখেও আপনাকে সস্তা করে তোলে এই অভ্যাসটি। কোনো ব্যক্তির আচরণ আপনার অপছন্দ হলে বা আপনাকে আঘাত দিয়ে থাকলে তার সঙ্গে ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে আলাপ করুন, সবার সামনে নয়।নেতিবাচক ধারণা ত্যাগ করুণঅনাকাঙ্ক্ষিত মুহূর্তে নিজের বিবেককে কাজে লাগান এবং পজেটিভ চিন্তা করুন। এতে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। শালীনতা বজায় রাখুনপোশাকের মাধ্যমে আপনি নিজেকে অনেক ভালো ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে উপস্থাপন করতে পারবেন। আপনি যদি পোশাকে শালীনতা বজায় না রাখেন তাহলে মানুষ আপনাকে ভালো ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ভাববেন না।
Advertisement