খেলাধুলা

শুরু হলো বিসিবির এইচপি ক্যাম্প

দেশের উদীয়মান ক্রিকেটারদের নিয়ে তৈরি বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প শুরু হয়েছে আজ রোববার। এদিন সকাল ৯টায় একাডেমি ভবনে মিটিং শেষে জিমনেশিয়ামে ফিটনেস পরীক্ষা দেন ক্যাম্পে ডাক পাওয়া ২৫ ক্রিকেটার। প্রথম দিন মূলত ফিটনেস নিয়েই কাজ হয়েছে।আগের দিন শনিবার বিকেলে মিরপুরের একাডেমি ভবনে এইচপির স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ কোরে বুকিংয়ের কাছে রিপোর্ট করেছেন ক্রিকেটাররা। সকালে জিমনেশিয়ামে ফিটনেস পরীক্ষা দেওয়ার পর গল্প আর আড্ডায় কেটেছে তাদের সময়। এরপর দ্বিতীয় সেশনে বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে তাদের বিপ টেস্ট।এদিন ক্যাম্পের উদ্বোধন করেন বিসিবির সহ-সভাপতি ও এইচপি প্রোগ্রামের চেয়ারম্যান মাহবুব উল আনাম। উদ্বোধন শেষে সাংবাদিকদের বলেন, ‘আজ থেকে আমাদের এইচপি ক্যাম্প শুরু হলো। জাতীয় দলের জন্য খেলোয়াড় প্রস্তুত করা এবারের প্রোগ্রামের লক্ষ্য। যখন যেখানে প্রয়োজন মনে হবে সেটি সংযোজন করা হবে এই প্রোগ্রামে। বেশ কয়েকজন বিদেশি ক্রিকেট বিশেষজ্ঞ আনার চিন্তা-ভাবনা আছে।’আগামী বুধবার থেকে মিরপুরেই শুরু হবে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। দুটি ইউনিটের অনুশীলন একত্রে একই জায়গায় হওয়ায় সমস্যা করবে কিনা- এ প্রশ্নের জবাবে এইচপি চেয়ারম্যান বলেন, ‘আমরা প্রয়োজনে চট্টগ্রাম কিংবা সিলেটে গিয়ে ক্যাম্প পরিচালনা করবো। যেভাবে হলে ভালো হবে সেভাবেই করবো।’এবারের এইচপি ক্যাম্প চলবে মোট ৯ সপ্তাহ। কয়েক ধাপে এর কাজ করা হবে। প্রথম ধাপে ফিটনেস নিয়ে কাজ করবেন বলে জানান এইচপির স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ কোরে বুকিং, ‘আমাদের ক্যাম্পটি সংক্ষিপ্ত সময়ের। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে থাকছে ফিটনেস নিয়ে নিবিড় কাজ। এরপর সবার ব্যক্তিগত স্কিল নিয়ে কাজ করা হবে। ম্যাচের পরিস্থিতিতে অনুশীলন হবে। শেষ দিকে থাকবে কিছু ম্যাচ খেলা।’ফিটনেস ট্রেনিং শেষে খেলোয়াড়দের বর্তমান অবস্থা কেমন আছে জানতে চাইলে স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ বলেন, ‘ফিটনেস নিয়ে কয়েকটি পর্যায় থাকবে আমাদের। প্রাথমিকভাবে মনে হয়েছে, কয়েকজন খুব ভালো অবস্থায় আছে। কয়েকজনের ফিটনেস নিয়ে অনেক কাজের প্রয়োজন আছে। ওদের উন্নতির জন্য আলাদা করে ব্যক্তিগত প্রোগ্রাম করে দেওয়া হবে। আমাদের পরিকল্পনা এই ক্রিকেটারদের অন্তত কয়েকজনকে জাতীয় দলের জন্য প্রস্তুত করে তোলা।’ক্যাম্প শুরু হলেও আপাতত কোচ সাইমন হেলমটকে পাচ্ছে না এইচপির ক্রিকেটাররা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করায় এ মাসে দেশে আসতে পারছেন না এ অস্ট্রেলিয়ান। আগস্টের শুরু থেকেই তাকে পাওয়া যাবে বলে আশা করছে বিসিবি।  এইচপি ক্যাম্পের স্কোয়াড:টপঅর্ডার: সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ, আব্দুল মজিদ।অলরাউন্ডার: মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আলাউদ্দিন বাবু।মিডলঅর্ডার: মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত,  আল-আমিন, তাসামুল হক, সালমান হোসেন ইমন।স্পিনার: সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার খান, সাকলায়েন সজীব।পেসার: আশিকুজ্জামান, মেহেদী হাসান রানা, শুভাসিষ রায়, নূর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।উইকেটরক্ষক: ইরফান শুক্কুর ও জাকির হাসান।আরটি/আরআর/এবিএস

Advertisement