দেশজুড়ে

পদ্মা সেতুর উপর জঙ্গি হামলার আশঙ্কা

গুলশান ও শোলাকিয়ার পর পদ্মা সেতুর উপর জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। তিনি বলেন, জঙ্গি হামলার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হলেও সংকিত নই। রোববার দুপুরে শ্রীনগরের মুন্সিগঞ্জের দোগাছি পদ্মা সেতু সার্ভিস সেন্টারে সেনাবাহিনী আয়োজিত পদ্মা সেতু নিরাপত্তা বিষয়ক অনুষ্ঠানে আলোচনা সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা আঘাতপ্রাপ্ত তবে ভেঙে পড়িনি। এ সকল পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি। পদ্মা সেতুর কাজের অগ্রগতির বিষয়ে মন্ত্রী বলেন, এ পর্যন্ত পদ্মা সেতুর ২০টি পাইলিংসহ ৩৬ শতাংশ কাজের অগ্রগতি সম্পন্ন হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন মেজর জেনারেল আবু সাঈদ, ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ও সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।এসএস/আরআইপি/এমএফ

Advertisement