জাতীয়

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সক্রিয় রাজনীতি চায় ছাত্রলীগ

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের কাজ এগিয়ে গেলেও জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে রয়েছে- এমন অভিযোগ তুলে এসব বিশ্ববিদ্যালয়ে সক্রিয় রাজনীতি দরকার বলে মত দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। সাম্প্রতিক কিছু জঙ্গি হামলায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের জড়িত থাকার প্রমাণ মেলার পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরকারের এক বৈঠকে নিজের এই মত তুলে ধরেন সোহাগ।     তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে পিছিয়ে রয়েছে জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। এইসুযোগে অপশক্তিগুলো কালো হাত বাড়িয়েছে। জঙ্গিবাদের মতো জঘন্য বিষয়গুলো ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছে। এসব বন্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়েও সক্রিয় রাজনীতি দরকার।রোববার রাজধানীর খামার বাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্রলীগ সভাপতি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে হলে সর্বত্র এ চেতনা ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি এ চেতনাবিরোধীদের মোকাবিলা করারও সক্ষমতা অর্জন করতে হবে।২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হবে উল্লেখ করে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি বলেন, দেশের উন্নতি ও সমৃদ্ধির পথে বাধা জঙ্গিবাদ। দেশের স্বার্থে, মানুষের স্বাধীনভাবে নিরাপত্তার স্বার্থে জঙ্গিবাদকে রুখে দিতে হবে।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে অন্যর মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র্যাব মহাপরিচালক(ডিজি) বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।জেইউ/এনএফ/এমএস

Advertisement