জাতীয়

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ২০ হাজার ৪৭৯ জন উত্তীর্ণ হয়েছে। বুধবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লিখিত পরীক্ষার ফল www.dpe.gov.bd এই ঠিকানায় পাওয়া যাবে।সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের এটি হলো দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ। তিনটি পর্যায়ে এ নিয়োগ সম্পন্ন করা হবে।প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত বছরের ৮ নভেম্বর তিনটি পার্বত্য জেলা ছাড়া ৬১ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাত লাখ ৫৫ হাজার ৬৬৮ জন অংশ নেন।পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠায় গত বছরের ১১ নভেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় পরে ৮ ডিসেম্বর ঢাকাসহ ১৭ জেলার পরীক্ষা বাতিল করা হয়।বাতিল পরীক্ষা এ বছরের ১৪ ও ২৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করা হলেও পরে তা বাতিল হয়। শেষে ১৮ এপ্রিল ১৭ জেলায় এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Advertisement