খেলাধুলা

লেস্টারের ঘর ভাঙল চেলসি

ভাঙ্গবেনা ভাঙ্গবেনা করে শেষ পর্যন্ত ভেঙ্গেই গেল লেস্টার সিটির ঘর। ফ্রেঞ্চ মিডফিল্ডার এংগোলো কান্তেকে নিজেদের দলে ভেড়ালো ইংলিশ জায়ান্ট চেলসি। আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে কান্তের লেস্টার ছাড়ার কথা জানায় ক্লাবটি।পাঁচ বছরের চুক্তিতে ৩২ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিকের ভিত্তিতে চেলসিতে যোগ দিচ্ছেন এই ফ্রেঞ্চ তারকা। সম্প্রতি ইউরোতে অসাধারণ পারফরম্যান্সের পর তাকে দলে নিতে আগ্রহ দেখিয়ে এসেছিল বেশ কয়েকটি বড় ক্লাব। কিন্তু সবাইকে ছাপিয়ে চেলসিই তাকে কিনে নিল।কান্তের যোগদানে কন্তের চেলসি আরো শক্তিশালি হয়ে উঠলো। ডিফেন্সিভ মিডে গতবছর যে অভাব ছিল সেটি অনেকাংশেই পূরণ করতে পারবেন কান্তে। চেলসির টেকনিক্যাল ডিরেক্টর মাইকেল এমেনালো জানিয়েছেন, ‘কান্তে অসাধারণ একজন খেলোয়াড়। গেল মৌসুমে তার দুর্দান্ত পারফরম্যান্স আমাদের সবাইকে মুগ্ধ করেছে। আশা করছি এখানেও সে নিজেকে প্রমাণ করতে পারব।’কান্তের এমন চলে যাওয়ার দিনে আরো একটি দুঃসংবাদ পেয়েছে লেস্টার সিটির। দলের সেরা খেলোয়াড় রিয়াদ মাহরেজ নতুন চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েছেন। তার মানে তিনিও লেস্টার ছাড়ার পরিকল্পনা করছেন। দলের প্রধান খেলোয়াড়দের ছাড়া লেস্টারের সাফল্য কতদিন টিকে সেটিই দেখা যাবে বর্তমান মৌসুমে।আরআর/আরআইপি

Advertisement