খেলাধুলা

নতুন চাকরি পেলেন হিথ স্ট্রিক

বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ থেকে পদত্যাগের পর চাকরি ছাড়াই বেশ কয়েকদিন ছিলেন হিথ স্ট্রিক। অবশেষে ভারতে চাকরি খুঁজে পেলেন সাবেক এই জিম্বাবুয়ের পেসার। ভারতের উত্তর প্রদেশের গোরহারি সিংহানিয়া ক্রিকেট একাডেমির পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন স্ট্রিক। সম্প্রতি ওয়ার্কিং কমিটির এক সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। একাডেমিতে রাজ্যের তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়েই কাজ করার জন্য মূলত স্ট্রিককে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  এছাড়া রঞ্জি ট্রফির দল উত্তর প্রদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক টেস্ট অলরাউন্ডার মনোজ প্রভাকর। এর আগে ভেঙ্কটেশ প্রসাদ এ দলের দায়িত্বে ছিলেন।উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউপিসিএ) সেক্রেটারি রাজীব শুক্লা হিথ স্ট্রিকের নিয়োগ প্রসঙ্গে বলেন,‘হিথ স্ট্রিককে একাডেমির পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সে এখানকার একাডেমির তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন।’তবে এর আগে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হতে আগ্রহ প্রকাশ করেছিলেন স্ট্রিক। তাতে ভারতের ক্রিকেট বোর্ডের সম্মতি থাকলেও কেন্দ্রীয়ভাবে তাকে কোচ করেনি তারা। ফলে রাজ্যের ক্রিকেট একাডেমিতে নিলো উত্তর প্রদেশ।আরআর/আরআইপি

Advertisement