খেলাধুলা

ইয়াসির ঘূর্ণিতে লিড পেল পাকিস্তান

শেষ পর্যন্ত আর পেরেই উঠলো না ইংলিশ ব্যাটসম্যানরা। ইয়াসির শাহর ঘূর্ণির কাছে অসহায় আত্মসমর্পন করে ২৭২ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। বল হাতে ইয়াসির শাহ একাই ধ্বস নামান ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে। ৭২ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।  ৭ উইকেটে ২৫৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু ইংল্যান্ড। দিনের পঞ্চম ওভারেই ব্যক্তিগত ১৭ রানে স্টুয়ার্ড ব্রডকে ফেরান ওয়াহাব রিয়াজ।  স্টিভেন ফিন পরবর্তীতে নামলেও পাকিস্তানিদের পেস এবং ঘূর্ণিতে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ইয়াসির শাহর ষষ্ঠ শিকারে পরিণত হন তিনি। প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ইংল্যান্ডে অভিষেক ম্যাচেই ছয় উইকেট নেওয়ার গৌরব অর্জন করলেন ইয়াসির শাহ। শুধু কি তাই? বিশ্বরেকর্ডও করে ফেলেছেন তিনি। ১৩ টেস্ট খেলা বোলারদের ভেতর সবথেকে বেশি ৮২ উইকেট নিয়েছেন ইয়াসির শাহ। শেষ ব্যাটসম্যান হিসেবে জ্যাক বল আউট হলে ২৭২ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। দলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন অধিনায়ক কুক। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হাফিজের উইকেট হারিয়ে চাপে পরে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২৬ রান। আরআর/এবিএস

Advertisement