ফ্রান্সের প্যারিসে সাপ্তাহিক চার্লি হেব্বো ম্যাগাজিনের অফিসে হামলাকারী তিনজনকে শনাক্ত করেছে দেশটির পুলিশ। এর মধ্যে একজন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানানো হয়েছে। খবর রয়টার্স, আলজাজিরা ও বিবিসির।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার একটি পত্রিকা অফিসে গুলি চালিয়ে ১২ জনকে হত্যার ঘটনায় তিন ফ্রেঞ্চ জড়িত রয়েছেন। এরা হলেন- সাঈদ কৌচি (৩৪) ও তার ভাই চেরিফ কৌচি (৩২) এবং হামিদ মুরাদ (১৮)। এর মধ্যে হামিদ উত্তরপূর্ব ফ্রান্সের পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন প্যারিসের প্রকিউটর অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।ওই কর্মকর্তা জানান, চার্লেভাইল-মেজিয়েরেস পুলিশ স্টেশনে স্থানীয় সময় বুধবার রাত ১১টায় হামলায় জড়িত এক ব্যক্তি আত্মসমর্পণ করেন।
Advertisement