রাজনীতি

সামনের পথ মসৃণ নয় : মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের সামনের পথ মসৃণ নয়। ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় বসে আছে। এ সরকার সরাতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’তিনি বলেন, ‘ভবিষ্যতে যারা ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনে যাওয়ার চিন্তা করছেন তারা ভুল করছেন। এ দেশের মানুষ মীরজাফরদের কখনও ক্ষমা করেনি। গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হওয়ার কোনো ইতিহাস নেই।’রাজধানীর হোটেল ইম্পেরিয়াল কনভেনশনে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামিক পার্টির ৩৫তম প্রতিষ্ঠাতা বাষির্কী ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘নিবার্চনকে কেন্দ্র করে এতো মানুষের আত্মত্যাগ বৃথা যাবে না। এই সরকারের বিদায় নিশ্চিত। বিএনপির আন্দোলন ক্ষমতায় যাবার জন্য নয়, জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য।’তিনি বলেন, ‘জনগণের আস্থা নেই এমন সরকারকে বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। ৫ জানুয়ারির নির্বাচনকে ১৬ কোটি মানুষ বিরোধিতা করেছে। এটা কোনো নির্বাচন ছিল না।’

Advertisement