আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : দৈনন্দিন বিজ্ঞান- শেষ পর্ব

সব ধরনের নিয়োগ পরীক্ষাতেই সাধারণ জ্ঞান বিষয় থাকে। প্রশ্নের সঠিক উত্তর জানতে সাধারণ জ্ঞানে ভালো দক্ষতা প্রয়োজন। কিছু বিষয়ের খুঁটিনাটি জানা থাকলেই এ অংশে ভালো করা যায়। তাই বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের আয়োজনের শেষ পর্ব-১. প্রশ্ন : ভূমিকম্প নির্ণয়ক যন্ত্রের নাম কী?উত্তর : সিসমোগ্রাফ।২. প্রশ্ন : গ্যাভানাইজিং কী?উত্তর : লোহার উপর দস্তার প্রলেপ।৩. প্রশ্ন : পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন?উত্তর : শূন্য।৪. প্রশ্ন : দৃশ্যমান বর্ণালির বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?উত্তর : লাল।৫. প্রশ্ন : ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়?উত্তর : অ্যালুমিনিয়াম। ৬. প্রশ্ন : প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?উত্তর : হীরা।৭. প্রশ্ন : বাষ্প ইঞ্জিন কে আবিষ্কার করেন?উত্তর : জেমস ওয়াট।৮. প্রশ্ন : কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?উত্তর : পরিবহন পদ্ধতিতে।৯. প্রশ্ন : বিদ্যুৎকে কাজে লাগানোর জন্য কার অবদান বেশি?উত্তর : বিজ্ঞানী ভোল্ট।১০. প্রশ্ন : পেনিসিলিন কে আবিষ্কার করেন?উত্তর : আলেকজান্ডার ফ্লেমিং।১১. প্রশ্ন : নিউট্রন আবিষ্কার করেন কে?উত্তর : চ্যোডইউক।১২. প্রশ্ন : রেল লাইনে দুটি পাতের মধ্যে কেন ফাঁকা রাখা হয়?উত্তর : তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেন বেঁকে না যায়। ১৩. প্রশ্ন : পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত?উত্তর : ১০৯টি।১৪. প্রশ্ন : চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি কোথায়?উত্তর : মেরু বিন্দুতে।১৫. প্রশ্ন : আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয়?উত্তর : সিলভারের।১৬. প্রশ্ন : হোমিওপ্যাথিক ওষুধের আবিষ্কারক কে?উত্তর : হ্যানিম্যান।১৭. প্রশ্ন : কে প্রথম রোবট আবিষ্কার করেন?উত্তর : উইলিয়াম গে ওয়ালটার।১৮. প্রশ্ন : লাফিং গ্যাসের রাসায়নিক নাম কী?উত্তর : নাইট্রাস অক্সাইড।১৯. প্রশ্ন : সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি?উত্তর : হাইড্রোজেন।২০. প্রশ্ন : বিদ্যুৎ চমকাবার কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কেন?উত্তর : আলোর গতি শব্দের গতির চেয়ে বেশি।এসইউ/এবিএস

Advertisement