দেশজুড়ে

কালীগঞ্জে আ.লীগের বর্ধিত সভায় হামলায় নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রতিপক্ষ গ্রুপের হামলায় একজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে কালীগঞ্জ শহরের পৌর অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনন্দ মোহন ঘোষ (৫৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। এসময় ১টি মাইক্রোবাসসহ ১১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ফলে বর্ধিত সভা পণ্ড হয়ে যায়। এ ঘটনার পর শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে।ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান জানান, বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আব্দুল মান্নানের নেতৃত্বে কালীগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলছিল। সভায় অতিথি হিসেবে তিনিসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এক পর্যায়ে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার এমপি সমর্থকরা লাঠি-সোঠা, রামদা, অস্ত্র-শস্ত্র নিয়ে বর্ধিত সভায় হামলা চালায়। এ সময় ১১ জনকে কুপিয়ে মারাত্বক যখম করা হয়। পরে আহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করা হলে একজন মারা যান।কালীগঞ্জ থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক গ্রুপের বর্ধিতসভায় আরেক গ্রুপের লোকজন হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরে উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement