খেলাধুলা

মিঠুনের আফসোস

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার দারুণ খেলেছেন মোহাম্মদ মিঠুন। সেরা রান সংগ্রহের তালিকায় ৯ নম্বরে রয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তারপরও আফসোস যেন শেষ হচ্ছে না তার। সাত বার পঞ্চাশোর্ধ রান করেও সেঞ্চুরির দেখা না পাওয়ায় আক্ষেপে পুড়ছেন মিঠুন।আগামী ২০ জুলাই (বুধবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। এ ক্যাম্পে সুযোগ পেয়েছেন মিঠুন। তাই ক্যাম্পে যোগ দেওয়ার আগে নিজেকে ঝালিয়ে নিতে শুক্রবার বিসিবির একাডেমি মাঠে ও জিমে বেশ কিছুক্ষণ ফিটনেস অনুশীলন করেন তিনি। এ সময় সাংবাদিকদের বলেন, ‘সব মিলিয়ে লিগে পারফরম্যান্স খারাপ হয়নি, ভালোই হয়েছে। সাতটি ফিফটি করেছি। এর মধ্যে ২-৩টা সেঞ্চুরি হতে পারতো। ইনিংসগুলো লম্বা করতে পারিনি। কয়েকটা ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়েছি। এ জন্য আফসোস হচ্ছে।’ব্যাটে ভালো পারফরম্যান্স শুধুমাত্র মেধা থাকলেই হয় না এ কথা ভালো করেই জানেন মিঠুন। পাশাপাশি নিয়মিত পরিশ্রম করে শারীরিক ফিটনেসকে সঠিক পর্যায়ে ধরে রাখতে হয়। আধুনিক ক্রিকেটে ফিটনেসকে দেয়া হয় সর্বোচ্চ গুরুত্ব। তাই নিজের ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য এ ক্যাম্পকে অনেক কার্যকরী মানছেন মিঠুন। বললেন, ‘লম্বা সময় ধরে ফিটনেস ক্যাম্প হবে। আমাদের জন্য খুবই ভালো হবে। এখন ক্রিকেট খুব ফাস্ট হয়ে গেছে। ফিটনেস খুব বেশি গুরুত্বপূর্ণ। চেষ্টা করবো নিজেকে যত বেশি ফিট করা যায়।’এবারের লিগের ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা আগামীতেও ধরে রাখতে চান মিঠুন। পাশাপাশি যেসব সমস্যা মোকাবেলা করেছেন তা নিয়ে নিবিড়ভাবে কাজ করতে চান তিনি। ‘সামনের এক বছর কি করবো তা ঠিক করার সঠিক সময় হচ্ছে এখন। এ বছর যেসব জায়গায় সমস্যার মুখোমুখি হয়েছি পরবর্তীতে যেন এটা না হয় তা ঠিক করার চেষ্টা থাকবে ক্যাম্পে।’আরটি/আরএস/এমএস

Advertisement