খেলাধুলা

নেইমারকে নিয়েই ব্রাজিলের অলিম্পিক দল

ফুটবলের বড় আসরগুলোর সব শিরোপা জিতলেও একমাত্র অলিম্পিক ফুটবলের স্বর্ণ এখনো অধরা রয়ে গেছে ব্রাজিলের। এবার সে আক্ষেপ ঘোচাতে আটঘাট বেঁধেই মাঠে নামছে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। ঘরের মাঠে ফুটবলের অলিম্পিক স্বর্ণ জয় করতে বার্সেলোনা তারকা নেইমারকে নিয়েই দল ঘোষণা করেছে তারা।ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আলোচনা করে নেইমারকে কোপা আমেরিকা অথবা অলিম্পিক ফুটবলের একটি বেছে নিতে বলেছিল ফুটবল ক্লাব বার্সেলোনা। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য অলিম্পিককেই বেছে নিয়েছিলেন নেইমার। অলিম্পিক ব্যর্থতা ঘোচাতেই এ মিশনে যোগ দিয়েছেন ব্রাজিল অধিনায়ক।আগেই ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল ব্রাজিল। সে দলের দুই খেলোয়াড়  বায়ার্ন মিউনিখের উইঙ্গার দগলাস কস্তা ও শাখতার দোনেস্কের মিডফিল্ডার ফ্রেড ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নেয়। আর তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ওয়ালাখ ও রেনাতো অগাস্টো।ব্রাজিলের অলিম্পিক দল:গোলরক্ষক: ফার্নান্দো প্রাস ও উইলসন।ডিফেন্ডার:  মারকুইনিয়োস, দগলাস সান্তোস, জেকা, উইলিয়ান, লুয়ান ও রদ্রিগো কায়ো।মিডফিল্ডার: চিয়াগো মাইয়া, রেনাতো অগাস্টো, ফেলিপে অ্যান্ডারসন, রাফিনহা, রদ্রিগো দৌরাদো ও ওয়ালাখ।ফরোয়ার্ড:  গাব্রিয়েল জেসুস, গাব্রিয়েল বারবোসা, লুয়ান ও নেইমার।আরটি/পিআর

Advertisement