ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানের ইংল্যান্ড যাত্রা একের পর এক পেছাচ্ছেই। ১৪ জুলাই ভিসা পাওয়ার কথা থাকলেও ভিসা হয়নি তার। কাটার মাস্টারের শুক্রবার ইংল্যান্ড যাওয়ার সম্ভাবনা শেষ। এদিকে শুক্র ও শনিবার ব্রিটিশ হাইকমিশনে সাপ্তাহিক ছুটি। সুতরাং রোববারের আগে ভিসা হওয়ার কোনো সম্ভাবনা নেই। রোববার ভিসা হলে প্রথম মাঠে নামার জন্য তাকে ২১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। টি-টোয়েন্টি ব্লাস্টে মোট ৪টি গ্রুপ পর্বের ম্যাচ খেলার সুযোগ পাবেন মোস্তাফিজ। একই সঙ্গে ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টেও খেলার সুযোগ পাচ্ছেন তিনি। সেখানে ইতিমধ্যে চারটি ম্যাচ খেলে ফেলেছে সাসেক্স। গ্রুপ পর্বে মোস্তাফিজের বাকি তিনটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।এক নজরে দেখে নিন কাউন্টিতে মোস্তাফিজের ম্যাচের সময়সূচি
Advertisement
খেলার ধরণ
বিপক্ষ দল
তারিখ
Advertisement
বাংলাদেশ সময়
টি-টোয়েন্টি
হ্যাম্পশায়ার
১৫ জুলাই
Advertisement
রাত ১২.০০
টি-টোয়েন্টি
এসেক্স
২১ জুলাই
রাত ১২.০০
টি-টোয়েন্টি
সারে
২২ জুলাই
রাত ১১.৩০
ওয়ানডে
গ্লস্টারশায়ার
২৪ জুলাই
বিকেল ৪.০০
ওয়ানডে
হ্যাম্পশায়ার
২৭ জুলাই
সন্ধ্যা ৭.০০
টি-টোয়েন্টি
গ্ল্যামরগান
২৮ জুলাই
রাত ১১.৩০
ওয়ানডে
সমারসেট
৩০ জুলাই
বিকেল ৪.০০
ওয়ানডে
কেন্ট
২ আগস্ট
সন্ধ্যা ৬.৩০
এমআর/পিআর