খেলাধুলা

আবার পেছালো ফুটবলের দলবদল

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দলবদল আবার পেছানো হল। ক্লাবগুলোর অনুরোধেই দলবদলের সময় বাড়ানো হয়েছে বলে জানান লিগ কমিটির চেয়ারম্যান। এ নিয়ে তৃতীয় দফায় দলবদলের সময় বাড়ানো হল। এর আগে গত বছরের ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত দলবদলের দিনক্ষণ চূড়ান্ত করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি। কিন্তু নির্ধারিত সময়ে ক্লাবগুলোর সারা না পাওয়ায় প্রথম দফায় ৩১ ডিসেম্বর পর্যন্ত দলবদলের সময় বাড়ানো হয়। এই সময়ের মধ্যেও কোন ক্লাব দলবদল করেনি। ফলে দ্বিতীয় দফায় বেড়ে দলবদলের দিনক্ষণ চুড়ান্ত হয় ৭ জানুয়ারি। আজই ছিল দলবদলের শেষ দিন। কিন্তু এবারও কোন ক্লাব আসেনি। ফলে গতকাল তৃতীয় দফায় দলবদলের সময় বাড়াতে বাধ্য হলো লিগ কমিটি।এ সম্পর্কে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানান ‘মোহামেডান, মুক্তিযোদ্ধা, ফরাশগঞ্জ, ব্রাদার্স, ফেনী সকার ও রহমতগঞ্জ,এ ছয়টি ক্লাব দলবদলের জন্য প্রস্তুত নয় বলে সময় বাড়ানো হয়েছে।তিনি আরো বলেন,ক্লাবগুলো দলবদলের সময় বাড়ানোর জন্য অনেকগুলো কারণ দেখিয়েছে। সেগুলো বিবেচনা করে দেখলাম,ট্রান্সফার উইন্ডো ক্লোজ করেও আমরা খেলা চালাতে পারছি না। এ কারণেই সময় বাড়িয়েছি। তবে কারো চাপে নয়,ফুটবলের স্বার্থেই আমরা তৃতীয় দফা বাড়িয়েছি দলবদলের সময়।’ 

Advertisement