জাতীয়

একাদশ শ্রেণিতে ভর্তি বাণিজ্য বন্ধের দাবি

একাদশ শ্রেণিতে ভর্তি বাণিজ্য বন্ধের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগর শাখা এ প্রতিবাদ সমাবেশ করে।  সমাবেশে বক্তারা জানান, একাদশের প্রথম মেধা তালিকা অনুযায়ী ভালোভাবেই ভর্তি করা হয়। কিন্তু ২য় মেধা তালিকায় ভর্তির সময় ফরম ছিনতাই করে প্রকাশ্যে (বিজ্ঞান বিষয়ে ভর্তি ২০ হাজার, মানবিকে ২৫ হাজার ও বাণিজ্যে ৩০ হাজার টাকা পর্যন্ত) বিক্রির ঘটনা ঘটছে। যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই অনিয়ম ঘটছে সেগুলোর সংশ্লিষ্ট আমলা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা। অন্যথায় দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।এ সময় দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে সারা দেশের প্রতিটি এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দুর্বার আন্দোলনের ডাক দেয়া হয়।অনিক রায়ের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন জিলানি শুভ, কে এম রাব্বি, রকনুজ্জামান রতন প্রমুখ।এএস/এমএমজেড/এএইচ/এবিএস

Advertisement