আন্তর্জাতিক

সিংহাসন ছেড়ে অবসরে যাচ্ছেন জাপান সম্রাট

জাপানের সম্রাট আকিহিতো সিংহাসন ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী বছরের আগেই তিনি দেশটির ক্ষমতা থেকে বিদায় নেবেন বলে জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৮২ বছর বয়সী আকিহিতো বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। তবে অফিশিয়াল দায়িত্ব কমানো হলেও ক্ষমতায় থাকতে তার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন। ২৭ বছর ধরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসা আকিহিতোর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আধুনিক জাপানের ইতিহাসে প্রথম। তার বড় ছেলে ৫৬ বছর বয়সী যুবরাজ নারুহিতো সিংহাসনের দায়িত্ব নেবেন। সম্রাট আকিহিতো ১৯৮৯ সালে তার পিতার উত্তরাধিকারী হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। এসআইএস/আরআইপি

Advertisement