সিরিয়া-জর্ডান সীমান্তের কাছে সিরীয় শরণার্থীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৪০ জন। জর্ডান সীমান্তের কাছে সিরিয়ার হাদালাত এলাকায় ওই বিমান হামলা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অভ্যন্তরীণ গৃহহীনদের জন্য দেশটির দক্ষিণাঞ্চলের মরুভূমি হাদালাত এলাকায় ওই শরণার্থী শিবিরের অবস্থান। তবে সিরীয় অথবা রুশ যুদ্ধবিমান থেকে মঙ্গলবার ওই হামলা চালানো হয়েছে কিনা সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পশ্চিমা এক কূটনীতিক বার্তাসংস্থা রয়টার্সকে ওই হামলার বিষয়ে নিশ্চিত করেছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে। কয়েকটি রুশ যুদ্ধবিমান থেকে এ হামলা চালানো হয়েছে বলে ওই কূটনীতিক জানান।জর্ডানের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী আসোদ আল-শারকিয়ার সদস্য ও তাদের পরিবার ওই শিবিরে বসবাস করছেন। এ কারণেই রুশ যুদ্ধবিমান থেকে হামলা হয়ে থাকতে পারে বলে মানবাধিকার কর্মীরা মন্তব্য করেছেন। এসআইএস/এমএস
Advertisement