নিরাপত্তা বিঘ্নিত হলে দক্ষিণ চীন সাগরের উপর একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছে চীন। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী লিউ শেনমিন বলেছেন, দক্ষিণ চীন সাগর এলাকার আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার অধিকার চীনের আছে। আমাদের নিরাপত্তা বিঘ্নিত হলে আমরা সেখানে এরকম একটি ব্যবস্থা গড়ে তুলবো। খবর বিবিসির। তিনি আরো বলেন, চীন এখনি এধরনের কোনো ব্যবস্থা গড়ে তুলবে কিনা তা নির্ভর করে চীন কতটা হুমকির সম্মুখীন হচ্ছে তার ওপর।তিনি আশা প্রকাশ করে বলেন, দক্ষিণ চীন সাগরের শান্তি রক্ষায় অন্য দেশগুলো চীনের সঙ্গে কাজ করবে এবং এই অঞ্চলকে একটি যুদ্ধের কারণ হিসাবে তৈরি করবে না।তিনি এমন সময়ে এই ঘোষণা যখন এই এলাকায় চীনের দাবি নাকচ করে দিয়েছে হেগের স্থায়ী আন্তর্জাতিক সালিশি আদালত। আদালত থেকে বলা হয়েছে, ওই এলাকার সমুদ্রে ফিলিপাইনের সার্বভৌম অধিকার রয়েছে এবং চীন সেখানকার প্রবাল ও পরিবেশের ক্ষতি করছে।তবে আদালতের এই রায়কে গুরুত্ব দিচ্ছে না চীন। দেশটির প্রেসিডেন্ট শী জিনপিং বলেছেন, চীনের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকারের বিষয়ে এই রায় কোন প্রভাব ফেলবে না।সালিশি আদালতের এই রায় বাধ্যতামূলক হলেও সেটি কার্যকরে কাউকে বাধ্য করার ক্ষমতা অবশ্য আদালতের নেই।২০১৩ সালে পূর্ণ চীন সাগরে এরকম একটি ব্যবস্থা চালু করেছে চীন। ফলে ওই এলাকার আকাশ দিয়ে চলাচলকারী বিমানগুলোকে পরিচয়, গন্তব্য এবং কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলাচল করতে হয়।টিটিএন/এমএস
Advertisement