আন্তর্জাতিক

পোস্টার ছাপিয়ে সেনাপ্রধানকে ক্ষমতা গ্রহণের আহ্বান

সামরিক আইন জারি করে পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফকে ক্ষমতা গ্রহণের আহ্বান জানিয়েছে ‘মুভ অন পাকিস্তান’ নামে দেশটির একটি রাজনৈতিক দল। স্বল্প পরিচিত এই রাজনৈতিক দলটি লাহোর, হায়দরাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, ফয়সলাবাদ, সারগোধা ও কোয়েটাসহ পাকিস্তানের ১৩টি শহরে সেনাপ্রধান রাহিল শরিফের ছবিসহ পোস্টার লাগিয়েছে।সেখানে বলা হয়েছে, ‘বিদায় নেয়ার ভাবনা পুরনো হয়ে গিয়েছে। আল্লাহ–র দোহাই এবার ফিরে আসুন।’ এ ব্যাপারে ‘মুভ অন পাকিস্তানের নেতা আলি হাশমি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলেন, নওয়াজ শরিফের আমলে দেশের শাসন ব্যবস্থার অবনতি হয়েছে বই উন্নতি হয়নি। অবিলম্বে এই সরকারকে উৎখাত করা হোক। দেশের কথা ভেবে অবসরের ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। বরং গোটা দেশে সামরিক আইন জারি করে প্রযুক্তিবিদ্দের নিয়ে নতুন সরকার গড়ে তুলুন। তিনি বলেন, বছরের বেশিরভাগ সময়ই দেশের বাইরে কাটে নওয়াজ শরিফের। যে সরকার দেশের জন্য ভাবেই না এমন সরকারের কী প্রয়োজন। তার চেয়ে যারা চিরকাল সরকার চালিয়ে এসেছে তারাই ক্ষমতা হাতে তুলে নিক। তবে এ পোস্টারিং এর বিষয়ে কোনো বিবৃতি দেয়নি পাকিস্তানের সেনাবাহিনী। অপরদিকে এমন কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিমন্ত্রী মোহাম্মদ জুবেইর। আগামী নভেম্বরে অবসর নিচ্ছেন রাহিল শরিফ। এর আগে, গত ফেব্রুয়ারি মাসেও তাকে অবসরের সিদ্ধান্ত ঝেড়ে ফেলে দেশকে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করতে আহ্বান জানিয়েছিল স্বল্প পরিচিত এ রাজনৈতিক দলটি। রাহিলকে সিদ্ধান্ত বদলাবার অনুরোধ করে গোটা পাকিস্তানে পোস্টার লাগিয়ে রাতারাতি পরিচিতি পেয়েছিল তারা। এমনিতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দহরম-মহরম সম্পর্কের জন্য সমালোচিত পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আবার পানামা দুর্নীতি কাণ্ডেও অভিযুক্ত তিনি। এসএইচএস/এবিএস

Advertisement