জাতীয়

৫১ সেতুর বাড়তি টোল কার্যকর ১১ জানুয়ারি

সড়ক ও জনপথ অধিদপ্তরের ৫১টি সেতুতে টোল বাড়ছে ১১ জানুয়ারি থেকে। এর পাশাপাশি ৪৫টি ফেরির মাসুল ও তিনটি টোল সড়কের বর্ধিত টোলও কার্যকর হচ্ছে। মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টোল নীতিমালা-২০১৪ বাস্তবায়নের অংশ হিসেবে বর্ধিত টোল ও মাসুল কার্যকর হচ্ছে। নীতিমালাটি কার্যকর করা হলে সেতুভেদে ২ দশমিক ২৭ থেকে ১ হাজার ২৫ শতাংশ পর্যন্ত টোল বাড়তে পারে। তবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জন-অসন্তোষ কমাতে ধাপে ধাপে নীতিমালা বাস্তবায়ন করা হবে।গত বছর ২৪ মার্চ টোলনীতি অনুমোদন করেছিল মন্ত্রিসভা। ৫১টি সেতু ও তিনটি টোল সড়কের টোল এবং ৪৫টি ফেরির মাসুল (চার্জ) বাড়ানোর প্রস্তাব গত ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।এ টোল নীতিমালা অনুযায়ী, সেতুর দৈর্ঘ্য, অবস্থান ও যানবাহনের ধরনের ভিত্তিতে টোল আরোপ করা হবে। টোল নীতিমালায় ২০০ মিটারের কম দৈর্ঘ্যের সেতুতে টোল আদায় না করার শর্ত থাকলেও এখনই তা কার্যকর হচ্ছে না। ২০০ মিটারের কম দৈর্ঘ্যের সেতুতে ঠিকাদারের সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ পর্যন্ত টোল আদায় করা হবে।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক বলেন, ১১ জানুয়ারি থেকে নতুন টোল নীতিমালা কার্যকর হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়েই এটি বাস্তবায়ন করা হচ্ছে। সাধারণ মানুষের জীবনে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রেখে এটি বাস্তবায়ন করা হবে।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্যানুসারে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে টোল ২৫ শতাংশ বাড়ানো হবে। সেতু দুটিতে এখন একসঙ্গে টোল নেওয়া হচ্ছে। ট্রেইলারের জন্য টোল নেওয়া হবে এক হাজার ২৫০ টাকা, বড় ট্রাক ৫০০, বড় বাস ৪৫০, মাঝারি ট্রাক ১৯০, ছোট ট্রাক ৯০, মিনিবাস ১৮৫, মাইক্রোবাস ও পিকআপ ৯০, ট্রাক্টরের মতো কৃষিকাজের জন্য ব্যবহৃত যান ৩০০, ব্যক্তিগত গাড়ি ৬৫, অটোরিকশা ২৫ ও মোটরসাইকেলে ১৫ টাকা।বরিশালের দপদপিয়া, খুলনার খানজাহান আলী (রূপসা) ও পাবনার লালন শাহ (পাকশী) সেতুতে বাসে টোল হবে যথাক্রমে ১৪০, ১৮৫ ও ২১৫ টাকা। ওই তিন সেতুতে মিনিবাসে টোল নেওয়া হবে যথাক্রমে ৭৫, ৭৫ ও ১৫০ টাকা। তবে অন্যান্য যানবাহনে তিন সেতুতে একই হারে টোল নেওয়া হবে। ট্রেইলারে ৮৬৫, বড় ট্রাকে ৩০০, মাঝারি ট্রাকে ২০০, ছোট ট্রাকে ১৫০, কৃষিযান ১২৫, মাইক্রোবাস ও পিকআপ ১০০, ব্যক্তিগত গাড়ি ৭৫, অটোরিকশা ৩০ ও মোটরসাইকেলের জন্য ১০ টাকা টোল হবে।চট্টগ্রামের শাহ আমানত ও নরসিংদীর ভৈরব সেতুতে বাসের জন্য টোল নেওয়া হবে যথাক্রমে ১৫৫ ও ২০০ টাকা। মিনিবাসে টোল হবে ৫০ ও ১৫০ টাকা। তবে অন্যান্য যানবাহনের জন্য সেতু দুটিতে একই হারে টোল প্রযোজ্য হবে। এর মধ্যে ট্রেইলারে ৭৫০, বড় ট্রাকে ৩০০, মাঝারি ট্রাকে ২০০, ছোট ট্রাকে ১৭০, কৃষিযানে ১৩৫, মাইক্রোবাস ও পিকআপে ১০০, ব্যক্তিগত গাড়ি ৭৫, অটোরিকশা ৩০ ও মোটরসাইকেলের জন্য ১০ টাকা টোল নেওয়া হবে।

Advertisement