তিনশ’ টাকার নোটবাবুল জাল টাকা ছাপাতে ছাপাতে একদিন ভুলে একটা তিনশ’ টাকার নোট ছাপিয়ে ফেলে। এই নিয়ে সে মহা টেনশনে পড়ে গেলো। এটা কি ফেলে দিতে মন চায়? শত হলেও তিনশ’ টাকা। তাই এক মুদি দোকানে গিয়ে বলল-বাবুল : ভাই, ৩০০ টাকার নোট ভাঙতি হবে?দোকানদার : হবে। দোকানদার তিনশ’ টাকার নোট ভাঙতি করে দিলো। বাবুলও বেশ তাড়াহুড়া করে ভাঙতি টাকাগুলো পকেটে ঢুকিয়ে সোজা বাসায় চলে এলো। বাসায় এসে মনে মনে বলছে-বাবুল : বলদ দেখছি জীবনে অনেক, এই মুদি দোকানদারের মতো বলদতো দেখি নাই কোনদিন। তিনশ’ টাকার নোট দিলো ভাঙতি।এই বলে হাসতে হাসতে পকেট থেকে ভাঙতি টাকাগুলো বের করে দেখে ৪টা ৭৫ টাকার নোট!****বাড়িতে মানুষ নেইভিক্ষুক : দুটো ভিক্ষা দিন।বাড়ির মালিক : বাড়িতে মানুষ নেই, যাও পরে এসো।ভিক্ষুক : আপনি যদি এক মিনিটের জন্য মানুষ হতেন, তাহলে খুব ভালো হতো!****চেয়ারে বসে বসেছেলে : কি করেন?মেয়ে : আপনার সাথে গল্প করি।ছেলে : আরে না, আমি বলতে চাচ্ছি, আপনি কিসে পড়েন?মেয়ে : চেয়ারে বসে বসে পড়ি।ছেলে : না মানে কোন ক্লাসে পড়েন?মেয়ে : ও! আমি বুয়েটে পড়ি!ছেলে : আপনি তো অনেক মেধাবী। অনেক পড়তে হয়। তাই না?মেয়ে : হুম।ছেলে : কোন বিষয় নিয়ে পড়েন?মেয়ে : চারুকলা।ছেলে : অনেক কঠিন সাবজেক্ট?মেয়ে : হ্যাঁ, খুব কঠিন। আচ্ছা, আপনি কিসে পড়েন?ছেলে : আমি ঢাকা মেডিকেলে ইতিহাস নিয়ে পড়ছি!এসইউ/এমএস
Advertisement