আন্তর্জাতিক

বুধবার সন্ধ্যার মধ্যে নতুন প্রধানমন্ত্রী পাবে যুক্তরাজ্য

বুধবার সন্ধ্যার মধ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মেকে নতুন প্রধানমন্ত্রী পাবে যুক্তরাজ্য। এমনটি জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমার উত্তরাধিকারী হওয়ায় আমি আনন্দিত। খবর ইনডিপেনডেন্টের।এদিকে রোববার শেষবারের মত মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন তিনি।এরপর বাকিংহাম প্যালেসে গিয়ে রাণীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।ক্যামেরন জানান, আমি এ কারণে আরো আনন্দিত যে নতুন প্রধানমন্ত্রীর জন্য নির্বাচনসহ আমাদের আর কোনো জটিলতার প্রয়োজন পড়বে না। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আন্দ্রে লিডসমকেও ধন্যবাদ জানান তিনি।যদিও ব্রেক্সিট আন্দোলনে বড় ভূমিকা রাখা কনজারভেটিভ নেতা বরিস জনসনকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ধারণা করা হয়েছিল। তবে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হওয়ায় নিজের অনিচ্ছার কথা জানান জনসন।ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের থাকা না-থাকার গণভোটে ব্রেক্সিটের জয়ের পর, ইইউ থাকার পক্ষে আন্দোলনকারী ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দেন। এরপর থেকেই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। এসএইচএস/এবিএস

Advertisement