খেলাধুলা

চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন সাকিব

চ্যালেঞ্জ নিতে সাকিব আল হাসান বেশ ভালোবাসেন- এটা খুবই জানা কথা। এর আগেও অনেকবার বলেছেন তিনি। এবার আবারও বললেন। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার হওয়ার চ্যালেঞ্জ। এই উপভোগও করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গিয়ে টুর্নামেন্টের অফিশিয়াল ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানালেন এসব কথা।সিপিএলে সাকিব খেলছেন জ্যামাইকা তালাওয়াহসের হয়ে। সেখানে তিনি ইতোমধ্যে খেলে ফেলেছেন দুটি ম্যাচ। এর মধ্যে প্রথম দুই ম্যাচ জিতলেও তৃতীয়টা হেরে যান। আজ রাতে চতুর্থ ম্যাচে সাকিবের দল বার্বাডোজ ট্রাইডেন্টসের মুখোমুখি হবে। এই ম্যাচে অবশ্যই জয় চান সাকিব আল হাসানরা। নিজের এবং দলের লক্ষ্য নিয়ে কথা বলতে গিয়ে অনেক কিছুই বলেছেন তিনি।  প্রথমতঃ বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে সাকিব বলেন, ‘আমাদের এগিয়ে যেতে হবে। কারণ, তিন ম্যাচে দুই জয় এক হার- আমরা ভালো অবস্থানেই আছি এবং পরের ম্যাচে জিততে পারলে সেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আমরা খুশি মনে ঘরে (জ্যামাইকায়) ফিরতে পারব, কেননা চার ম্যাচে তিন জয় হবে সত্যিই দারুণ ব্যাপার।’ সিপিএল ছেড়ে এসে টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ার সম্পর্কে কথা বলেন সাকিব। তার কাছে সংক্ষিপ্ততম সংস্করণের ক্রিকেটে অলরাউন্ডার হওয়া খুব সহজ কথা নয়। তবুও চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসেন তিনি। সেটাই জানিয়ে দিয়েছেন, ‘এটা চ্যালেঞ্জিং (টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার হওয়া)। তবে আমি এ ধরণের চ্যালেঞ্জ নিতে সব সময়ই প্রস্তুত। অবশ্যই উন্নতির যথেষ্ট সুযোগ আছে। তবে আপাতত যেভাবে সবকিছু এগোচ্ছে তাতে আমি খুশি; কিন্তু দল হিসেবে, খেলোয়াড় হিসেবে, আমরা সবসময়ই উন্নতি করতে পারি।’বাংলাদেশকে পৃথিবীল বিভিন্ন প্রান্তে প্রতিনিধিত্ব করা সাকিবের কাছে খুবই গর্বের বিষয়। এটাকেই তিনি খুব গুরুত্বসহকারে উল্লেখ করলেন। সাকিব বলেন, ‘বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। বাংলাদেশের মানুষ ক্রিকেটপাগল, তারা খেলাটা ভালোবাসে। তাই তারা সিপিএলে আমাকে সমর্থন জোগাবে।’সিপিএল নিয়ে সাকিব বলেন, ‘এখন পর্যন্ত সিপিএল খুব ভালোভাবে চলছে। আমার প্রত্যাশা এটা আরও ভালো থেকে ভালো হবে।’আইএইচএস/এমএস

Advertisement