বিশেষ প্রতিবেদন

পিস টিভি বন্ধে মিশ্র প্রতিক্রিয়া ইসলামি দলগুলোতে

ধর্ম ভিত্তিক অনুষ্ঠান প্রচারকারী পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের ইসলামি দলগুলোতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সচিবালয়ে রোববার দুপুরে মন্ত্রিসভার আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠকে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয় বলে সাংবাদিকদের জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এদিকে রাজধানীর সার্কিট হাউজ রোডের প্রেস ইনস্টিটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে টেলিভিশন চ্যানেল মালিক ও প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মুসলমান সমাজের কোরআন, সুন্নাহ, হাদিস, বাংলাদেশের সংবিধান ও দেশজ সংস্কৃতির সঙ্গে বহু ক্ষেত্রে পিস টিভির অনুষ্ঠান সঙ্গতিপূর্ণ নয়। আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি রোববার পিস টিভির অন-এয়ার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।তথ্যমন্ত্রী বলেন, পিস টিভির অন-এয়ার বন্ধে প্রশাসনিক সিদ্ধান্তের বিষয় রয়েছে। তাই সোমবার সকালে এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নেয়া হবে।সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে ভিন্ন মত প্রকাশ করছেন নির্বাচন কমিশনের নিবন্ধনকৃত ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। তিনি জাগো নিউজকে বলেন, আমি মনে করি পিস টিভির ভূমিকা বিবেচনায় নিতে হবে। পিস টিভি ক্ষতিকর কী না? না কী স্টার জলসা বা অন্য কোন চ্যানেল ক্ষতিকর? এটা বিবেচনায় নিয়ে অত্যন্ত সুচিন্তিতভাবে নিতে হবে।বাংলাদেশ মসজিদ মিশন সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানী বলেন, সরকার তো সিদ্ধান্ত অনেক গভীরভাবে নিয়ে থাকেন। আমাদের দেশের কওমি-হাক্কানি আলেম-ওলামারা মনে করেন পিস টিভি বিভ্রান্তি ছড়াচ্ছে। পিস টিভি ছাড়াও অন্যান্য বেসরকারি টেলিভিশনে ইসলামিক অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে। তবে স্টার জলসাসহ যেসব চ্যানেলে যুবসমাজকে ধ্বংস করার মতো অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে সেসব চ্যানেলের বিষয়েও সরকারের সিদ্ধান্ত নেয়া উচিত। এটি দেশের জন্য অনেক মঙ্গলজনক হবে।পিস টিভির সম্প্রচার বন্ধে সরকারি সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইসলামি ঐক্যজোটের একাংশের দাবিদার চেয়ারম্যান মিছবাহুর রহমান। তিনি বলেন, আমি ঢাকার বাইরে আছি। ঢাকায় ফিরে আমাদের নেতাদের সঙ্গে বসে আলোচনা করে পিস টিভি বন্ধের বিষয়ে মন্তব্য করবো। এ প্রসঙ্গে ইসলামি চিন্তাবিদ ও জঙ্গি-সন্ত্রাস বিরোধী ফতোয়া দানকারী মাওলানা ফরিদউদ্দিন মাসুদ জাগো নিউজকে বলেন, পিস টিভি কখনই দেখি নাই। যার ফলে যথাযথ বন্ধ করতে পারবো না। যদি এটা হয় পিস টিভির দ্বারা এইগুলো (সন্ত্রাসী কর্মকাণ্ড) প্রভাবিত হচ্ছে তবে এটা বন্ধ করে দেয়া উচিত।  এইউএ/এসকেডি/এবিএস

Advertisement