বাংলাদেশে রাজনৈতিক সংঘাতের খবরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জানমালের এই ক্ষতিতে আমরা মর্মাহত। জনগণ যাতে শান্তিপূর্ণভাবে তাদের রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা পায় তা নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। সেই সঙ্গে সহিংসতা ও সন্ত্রাসের পথ পরিহারের জন্য সব দলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনে সোমবার আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে সংঘাতে জড়ায় দুই পক্ষ।বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গেও বিএনপিকর্মীদের সংঘর্ষ হয়। এসব ঘটনায় চারজন নিহত এবং বহু লোক আহত হন।
Advertisement