বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ইতোপূর্বে গ্রেফতারকৃত সকল রাজবন্দীর বিরুদ্ধে দায়েরকৃত সকল ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান।একই সাথে বেগম খালেদা জিয়া দেশের জনগণকে এই সরকারের সকল অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।বেগম জিয়া বিবৃতিতে সোমবার বিকেল থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় প্রেসক্লাবে ‘অন্যায়ভাবে অবরুদ্ধ’ করে রাখা হয়েছিল বলে উল্লেখ করেন। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে প্রেসক্লাবের সামনে থেকে গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানান।বেগম খালেদা জিয়া বলেন, আমাকে আমার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রেখে বর্তমান ফ্যাসিষ্ট সরকার দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেফতারসহ দেশব্যাপী একই কায়দায় গ্রেফতারী অভিযানের মহৌৎসবে মেতে উঠেছে। কেবল বিরোধী দলের নেতা-কর্মীই নয় বরং সাধারণ মানুষও এখন পুলিশী আতঙ্কে দিনাতিপাত করছে।প্রসঙ্গত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে বিকেল ৪টা ১০মিনিটে তার গাড়ি নিয়ে বের হওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে আটক করে। আটকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। মির্জা ফখরুল গতকাল সোমবার বিকেল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছিলেন।
Advertisement