ফিচার

ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ ‘সেলফি’

তেজগাঁও নাবিস্কো এলাকার গার্মেন্টস কর্মী মাসুদ। বয়স আনুমানিক ১৭ বা ১৮। ঈদের তৃতীয় দিন বিকেলে হাতিরঝিলে ঘুরতে এসেছেন। কয়েকজন বন্ধু-বান্ধবের এদিকটায় আসার কথা থাকলেও বিকেল ৪টা পর্যন্ত বন্ধুরা সেখানে উপস্থিত না হওয়ায় তেজকুনীপাড়ার অদূরে ওভারব্রিজের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন।অনেকক্ষণ পর পকেট থেকে মোবাইল ফোন বের করে সেলফি তুলতে শুরু করেন মাসুদ। একবার ডানে একবার বামে কাত হয়ে, এবার হাঁটু গেড়ে বসে ও আরেকবার দাঁড়িয়ে সেলফি তুলতে লাগলেন।এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মাসুদ জানান, তার মোবাইল সেটটিতে ভালো ছবি আসে না। তাই বেশি করে সেলফি তুলে রাখছেন। সেলফি কেন তুলছেন জানতে চাইলে তিনি বলেন, সবাই সেলফি তুলে তাই আমিও তুলছি।শুধু গার্মেন্টস কর্মী মাসুদই নন, তার মতো হাজার হাজার মানুষ ঈদে সেলফি তুলে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন। উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সবার হাতে মোবাইল আর সে মোবাইলে সেলফি তোলা ও ফেসবুকে পোস্ট দেয়া রীতিমতো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ঈদের ছুটিতে ছোকরা থেকে শুরু করে বৃদ্ধ নানা বয়সী মানুষ রাজধানীসহ সারাদেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ানোর পাশাপাশি সেলফি তুলে আনন্দ খুঁজে ফিরেছেন।পুরান ঢাকার বাসিন্দা কলেজছাত্রী রুমা, শিপরা, সিতারা, পারভীনসহ কয়েকজন বান্ধবী আজ বিকেলে হাতিরঝিলে আসেন। তারা গুলশান নিকেতন এলাকার অদূরে হাতিরঝিল ওভারব্রিজের ওপর প্রাইভেটকার রেখে সেলফি স্টিক দিয়ে সেলফি তুলছিলেন। তাদের সঙ্গে এসেছেন তাদেরই একজনের দুলাভাই। ভদ্রলোক এ প্রতিবেদককে জানান, গত দুদিন ধরে শ্যালিকা শুধু হাতিরঝিলের সুন্দর লোকেশনে সেলফি তুলবে বলে বায়না ধরছে। আজ শ্যালিকাকে খুশি করতে তার বান্ধবীসহ নিয়ে এসেছেন। এমইউ/এসকেডি/এমএস

Advertisement