দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আহসান খান চৌধুরী নিজের বাবা ও প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রয়াত মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী সম্পর্কে বলেছেন, বাবা বাংলাদেশকে অনেক ভালোবাসতেন। তাঁর স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। শনিবার বিকেলে আমজাদ খান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাড্ডার প্রগতি সরণিতে অবস্থিত প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। আহসান খান চৌধুরী বলেন, বাংলাদেশ একটা খারাপ সময় পার করছে। আমার বিশ্বাস বাংলাদেশের অবস্থা ভালো হবে। হোপ ফর দ্য বেস্ট। তিনি বলেন, ব্যবসায়িক দিক থেকে আমরা ভালো করছি। বাবার পরিকল্পনাগুলো বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।তিনি আরো বলেন, প্রাণকে প্রতিষ্ঠিত করতে বাবাকে অনেক কষ্ট করতে হয়েছে। ভারতেও আমরা ভালো করছি। মধ্যপ্রাচ্যে ভালো হচ্ছে।আহসান খান চৌধুরী বলেন, বাবা একজন ভালো চিন্তক ছিলেন। বাবা সুন্দর পৃথিবী উপহার দেয়ার জন্য কাজ করতেন। আমরাও সুন্দর পৃথিবী নির্মাণের জন্য কাজ করবো।মিলাদ মাহফিলে প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এইউএ/এসএইচএস/এমএস
Advertisement