আন্তর্জাতিক

চলে গেলেন পাকিস্তানের ফাদার তেরেসা

পাকিস্তানের মানবতাবাদী আবদুল সাত্তার ইধী আর নেই। শুক্রবার শেষ রাতের দিকে করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফাদার তেরেসাখ্যাত এই অসাধারণ ব্যক্তিত্ব।  প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সাত্তার ইধীকে মানবতার মহান সেবক হিসেবে উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। মানবতার এ সেবককে পাকিস্তানের মরণোত্তর প্রেসিডেন্ট পদক প্রদান করা হয়েছে। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।সাত্তার ইধীর দ্য ইধী ফাউন্ডেশন দেশজুড়ে মানবতার সেবায় অ্যাম্বুলেন্সের বিশাল বহর, এতিমখানা ও চিকিৎসা ক্লিনিক পরিচালনা করে আসছে। তরুণ বয়স থেকেই তিনি নিজেকে মানব সেবায় নিয়োজিত করেছেন। দ্য হিন্দের খবরে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই মানবতাবাদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমে এসেছে।টিটিএন/পিআর

Advertisement