আন্তর্জাতিক

ডালাসে সন্দেহভাজন হামলাকারীর বাড়িতে বোমা তৈরির সরঞ্জাম

যুক্তরাষ্ট্রের ডালাসে স্নাইপারের গুলিতে ৫ পুলিশ হত্যার জন্য যে ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে তার বাড়ি থেকে গুলি, রাইফেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার আয়োজিত বিক্ষোভে বন্দুকহামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হন। আহত হন সাতজন। ওই হামলার পর দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে লড়ে শেষ পর্যন্ত নিহত হন মিকাহ জনসন (২৫) নামে সন্দেহভাজন এক যুবক। মেয়র মাইক রলিংস বলেছেন, ওই যুবককেই হামলাকারী হিসেবে মনে করা হচ্ছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমাদের বিশ্বাস, এই শহর এখন নিরাপদ। মিনেনসোটায় ফিলান্দো ক্যাসাইল এবং লুসিয়ানায় অ্যালটন স্টারলিং নামে দুই কৃষ্ণাঙ্গ পুলিশের গুলিতে নিহত হলে বৃহস্পতিবার ডালাসে ওই বিক্ষোভের ডাক দেয়া হয়।  মিনেনসোটা ও লুসিয়ানার ঘটনার পর পুলিশকে লক্ষ্য করে জর্জিয়া, মিসৌরি এবং টিনেসেও বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে শুক্রবার জানিয়েছিলেন কর্মকর্তরা। টিনেসে গুলি চালিয়ে এক নারীকে হত্যার পর গ্রেফতার ব্যক্তি জানিয়েছেন, আফ্রিকান-আমেরিকানদের নিয়ে পুলিশের কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ ছিলেন। প্রতিবাদ হয়েছে আটলান্টাতেও। প্রতিবাদকারীরা এখনো সেখানে সড়ক অবরোধ করে রেখেছেন। পুলিশ প্রধান ডেভিড ব্রাউন জানিয়েছেন, নিহত জনসন একজনকে বলেছিলেন, তিনি শ্বেতাঙ্গদের, বিশেষ করে শ্বেতাঙ্গ পুলিশদের হত্যা করতে চেয়েছিলেন। কারণ, সাম্প্রতিক সময়ে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় তিনি ক্ষুদ্ধ ছিলেন। জনসন কোনো দলের সঙ্গে জড়িত ছিলেন না, পুলিশের উপর হামলার পুরোটা তিনি একাই করেছেন বলেও জানিয়েছেন ব্রাউন। এনএফ/পিআর

Advertisement